চামড়াশিল্প রক্ষায় পদক্ষেপ নিন | মাওলানা সেলিম হোসাইন আজাদী

মাওলানা সেলিম হোসাইন আজাদী | শুক্রবার, ২৪ জুলাই ২০২০ | পড়া হয়েছে 539 বার

চামড়াশিল্প রক্ষায় পদক্ষেপ নিন | মাওলানা সেলিম হোসাইন আজাদী

আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া নিয়ে সব ধরনের অব্যবস্থাপনা ও নৈরাজ্য বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুফাসিসর সোসাইটির চেয়ারম্যান মাওলানা সেলিম হোসাইন আজাদী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সারা দেশ থেকে বছরে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এই চামড়ার বেশির ভাগই সংগ্রহ করা হয় কোরবানির ঈদের সময়। কিছু মানুষ কয়েক বছর ধরে চামড়াশিল্প কুক্ষিগত করে রেখেছে। তাদের হাত থেকে এই শিল্প উদ্ধার করতে হবে। তিনি আরো বলেন, গত বছর চামড়ার উপযুক্ত দাম না পাওয়ায় যে পরিমাণ চামড়া নষ্ট হয় তার আর্থিক মূল্য ছিল কমপক্ষে ২৪২ কোটি টাকা। এই অর্থ দ্বারা দেশের দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষ উপকৃত হয়। সুতরাং সরকারের উচিত চামড়াশিল্পে মনোযোগী হওয়া।
লেখাটি কালের কন্ঠে প্রকাশ হয়েছে দেখতে চাইলে এখানে ক্লিক করুন…

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com