প্রযুক্তির বিকৃত ব্যবহার ধ্বংস করছে পারিবারিক বন্ধন

মাওলানা সেলিম হোসাইন আজাদী | সোমবার, ২০ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 76 বার

মাওলানা সেলিম হোসাইন আজাদী

বলছিলাম, প্রযুক্তির বিকৃত ব্যবহারে আমাদের পারিবারিক বন্ধন ক্ষীণ হয়ে আসছে। একই ঘরে থেকেও পরিবারের একেকজন সদস্য দূর-দূরান্তের মানুষের মতো বসবাস করছি। বাবা-মায়ের সঙ্গে সন্তানের যোগাযোগ হয় না, ভাইবোনের সঙ্গে খুনসুটি ঘটে না, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা তো কবেই উঠে গেছে। এমন নাজুক পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। এ থেকে উত্তরণের জন্য রসুল (সা.)-এর আদর্শে ফিরে আসতে হবে। আমাদের জোরালোভাবে বলতে হবে, জীবন কেবল মোবাইলের দিকে তাকিয়ে থাকার মতো অনর্থক কাজে ব্যয় করার জন্য আল্লাহ দেননি। আল্লাহ জীবন দিয়েছেন পরিবার, সমাজ, দেশ সর্বোপরি বিশ্ব মানবতার কল্যাণের জন্য উৎসর্গ করতে। কিন্তু আজ মোবাইল এসে, সামাজিক নামের অসামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এসে আমাদের সে মহৎ জীবনের প্রেরণা ভুলিয়ে দিয়েছে। শেষ করছি রসুল (সা.)-এর দুটি হাদিস শুনিয়ে। রসুল (সা.) বলেছেন, ‘তোমার মা, তোমার বাবা, তোমার ভাই-বোন, তোমার মুক্ত করা দাস, তোমার নিকটাত্মীয়- এরা সবাই তোমার সহমর্মিতার হকদার। তোমার কর্তব্য হলো, এসব আত্মীয়ের প্রতি মনোযোগী হবে, যেকোনো বিনিময়ে এদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে’ (আবু দাউদ)। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে যে কেবল আত্মীয়রাই লাভবান হবেন, তা নয়। বরং লাভ আপনারই। এটা আমার কথা নয় বরং জগতের শ্রেষ্ঠ শিক্ষক রসুল (সা.) এর কথা।  আনাস ইবনে মালেক (রা.) থেকে বণির্ত, রসুল (সা.) বলেছেন, ‘স্বজন-পরিজন ও সুজনের সঙ্গে সম্পর্ক রক্ষাকারীর আয়ু যেমন বাড়ে, তেমনি পাল্লা দিয়ে বাড়তে থাকে সম্পদ-উপার্জনও’ (বুখারি ও মুসলিম)।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি। পীরসাহেব, আউলিয়ানগর

লেখাটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে দেখতে চাইলে এখানে ক্লিক করুন…

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com